494) Historical views. (ঐতিহাসিক মতামত।) - Written by Junayed Ashrafur Rahman
494 https://parg.co/bCDM ) Historical views. (ঐতিহাসিক মতামত।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva ✒
"History is never distorted if rational historical opinions are given."
#History #Wisdom #Politics
There are many incidents in history for which the real cause has not been described.
Everyone gives different comments and opinions about such incidents.
If the view of such an event is reasonable, it will never distort history.
🌟 For example, Emperor Akbar ascended the throne as a boy and dismissed General Bairam Khan.
There may be many opinions on this incident. Now if opinion is given, Emperor Akbar was a super genius. So in Bairam Khan he found some faults which were very complex to be perceived by the common people. So Bairam Khan was dismissed by Emperor Akbar. - Giving such an opinion will never distort history.
🌟 As I wrote in my novel "In the Forest of Assam", General Aurora defeated the Pak army and went back to India. Because he was afraid of Mao Zedong .... https://parg.co/bfx5 . - That's my reasonable opinion.
Because, then, Sino-Indian relations were not so good. Before that there was the Sino-Indian war. And China was on Pakistan's side. So it was not impossible for Mao to invade northeastern India by the Chinese forces on the pretext that Indian troops had entered East Pakistan after the defeat of the Pak army by General Aurora.
So history has never been distorted in giving my opinion about General Aurora. Because, I had a historical argument in giving that opinion.
🌟 But why did Isha Khan build a fort at Jangalbari in Karimganj, Kishoreganj?
If anyone gives an unreasonable opinion on this matter, Isha Khan set up the fort on his way from Sonar Gaon in Narayanganj to Toke in Gazipur to have fun and rest by drinking Bengali wine with dancers and baijis. - But it will be a distortion of history.
🌟 Similarly, all the false and fabricated stories, events and history that Henry Ryder Haggard has described in his novel "Cleopatra" must have distorted history https://parg.co/bfT1 .
✨ Basically, the opinion that will be given rationally will be the historical views. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"যুক্তিসঙ্গতভাবে ঐতিহাসিক মতামত প্রদান করলে কখনই ইতিহাস বিকৃতি হয় না।"
ইতিহাসে অনেক ঘটনা আছে, যেগুলোর প্রকৃত কারণ বর্ণিত হয়নি।
এই ধরনের ঘটনা সম্পর্কে একেকজন একেক রকম মন্তব্য ও মতামত প্রদান করেন।
এই ধরনের ঘটনার মতামত যদি যুক্তিসঙ্গত হয়, তবে সেটা কখনই ইতিহাস বিকৃতি হবেনা।
যেমন: সম্রাট আকবার বালক বয়সে সিংহাসনে আরোহন করে প্রধান সেনাপতি বৈরাম খাঁকে বরখাস্ত করেছিলেন।
এই ঘটনার অনেক মতামত থাকতে পারে। এখন যদি মতামত প্রদান করা হয়, সম্রাট আকবার ছিলেন সুপার জিনিয়াস। তাই বৈরাম খাঁর মধ্যে তিনি এমন কিছু দোষ পেয়েছিলেন, যেগুলো সাধারণ মানুষের দ্বারা উপলব্ধি ছিল অত্যন্ত জটিল। তাই বৈরাম খাঁকে সম্রাট আকবার বরখাস্ত করেছিলেন। - এমন মতামত প্রদান করলে কখনই ইতিহাস বিকৃতি হবেনা।
🌟 তেমনি আমি আমার উপন্যাস "আসামের জঙ্গলে"তে লিখেছি, জেনারেল ওরোরা পাক বাহিনীকে পরাজিত করে আবার ভারতে চলে গিয়েছিলেন। কেননা তিনি মাও সে তুঙকে ভয় পেয়েছিলেন.... https://parg.co/bfx5 । - এটা আমার যুক্তিসঙ্গত মতামত।
কেননা, তখন চীন - ভারত সম্পর্ক তেমন ভালো ছিলনা। আবার এর আগে চীন - ভারত যুদ্ধও হয়েছিল। এবং চীন ছিল পাকিস্তানের পক্ষে। তাই জেনারেল ওরোরা কর্তৃক পাক বাহিনীকে পরাজিত করার পর যে কারণে পূর্ব পাকিস্তানে ভারতের সেনারা প্রবেশ করেছিল, ঠিক তেমনি অজুহাত তৈরি করে মাও সে তুঙয়ের চীনা বাহিনী কর্তৃক ভারতের উত্তর পূর্বাঞ্চলে হামলা করা অসম্ভব ছিল না।
তাই জেনারেল ওরোরা সম্পর্কে আমার উক্ত মতামত প্রদানে কখনই ইতিহাস বিকৃতি হয়নি। কেননা, উক্ত মতামত প্রদানে আমার ঐতিহাসিক যুক্তি ছিল।
🌟 কিন্তু ঈশা খাঁ কেন কিশোরগঞ্জের করিমগঞ্জের জঙ্গলবাড়িতে দূর্গ স্থাপন করেছিলেন?
এই ব্যাপারে অযৌক্তিকভাবে কেউ যদি মতামত প্রদান করেন, ঈশা খাঁ নারায়ণগঞ্জের সোনার গাঁ থেকে গাজীপুরের টোকে যাওয়ার পথে নর্তকী - বাইজি নিয়ে বাংলা মদ খেয়ে আমোদ - প্রমোদ ও বিশ্রাম করার জন্য ঐ দূর্গ স্থাপন করেছিলেন। - তবে এটা হবে ইতিহাস বিকৃতি।
🌟 তেমনি হেনরি রাইডার হ্যাগার্ড "ক্লিওপেট্রা" উপন্যাসে যে সকল মিথ্যা ও বানোয়াট কাহিনি, ঘটনা ও ইতিহাস বর্ণনা করেছেন https://parg.co/bfT1 , তাতে অবশ্যই ইতিহাস বিকৃতি হয়েছে।
✨ মূলতঃ যুক্তিসঙ্গতভাবে যে মতামত প্রদান করা হবে, সেটাই ঐতিহাসিক মতামত হবে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment