493) Exaggeration and distortion of history. (ইতিহাসের অতিরঞ্জন ও বিকৃতি।) - Written by Junayed Ashrafur Rahman

 493 https://parg.co/bCDM ) Exaggeration and distortion of history. (ইতিহাসের অতিরঞ্জন ও বিকৃতি।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva ✒ 


"Both exaggeration and distortion obscure the correct history."


#History #Wisdom #Politics 


History is when you describe what happened in the past.


But an exaggerated description of an event that did not happen or something that happened is no longer history.


🌟 For example: - Isha Khan formed a separate independent state with some zamindars of East Bengal. - It's history.


🌟 But if it is said, Isha Khan was a greater ruler than Emperor Akbar. So Isha Khan defeated Emperor Akbar in a direct battle and established a larger empire than the Mughal Empire. - It would be an exaggeration of history.


🌟 If it is said again, Isha Khan was the zamindar of East Bengal, but he was basically a bandit chief. Subsequent looting, land grabbing and abduction of women were his real occupations. - It would be a distortion of history.


✨ Basically, in order to practice accurate history, one has to give up both exaggeration and distortion. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"অতিরঞ্জন ও বিকৃতি উভয়ই সঠিক ইতিহাসকে গোপন করে।" 


যে ঘটনা অতীতে ঘটেছিল, সেটাই বর্ণনা করলে ইতিহাস হয়।


কিন্তু যে ঘটনা ঘটেনি অথবা কিছুটা ঘটলে সেটাকে মাত্রাতিরিক্তভাবে বর্ণনা করলে সেটা আর ইতিহাস হয় না।


🌟 যেমন :- ঈশা খাঁ পূর্ববঙ্গের কিছু জমিদারকে সঙ্গে নিয়ে আলাদা স্বাধীন রাজ্য গঠন করেছিলেন। - এটা ইতিহাস।


🌟 কিন্তু যদি এটা বলা হয়, ঈশা খাঁ ছিলেন সম্রাট আকবারের চেয়ে মহান শাসক। তাই সম্রাট আকবারকে ঈশা খাঁ সরাসরি যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের চেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। - এটা হবে ইতিহাসের অতিরঞ্জন।


🌟 আবার যদি এটা বলা হয়, ঈশা খাঁ পূর্ববঙ্গের জমিদার হলেও মূলতঃ তিনি ছিলেন দস্যু সর্দার। পরের সম্পদ লুণ্ঠন, জায়গা - জমি দখল করা এবং নারী অপহরণ করা ছিল তিনির আসল বৃত্তি। - এটা হবে ইতিহাস বিকৃতি।


✨ মূলতঃ সঠিক ইতিহাস চর্চার জন্য অতিরঞ্জন ও বিকৃতি দুটোই ত্যাগ করতে হয়।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

68 ) ⏰ LOGIC AND THE HISTORY ! - 🙌🏻⌨️📲 Written by http://bit.ly/2SqRScB Junayed Ashrafur Rahman

350) Main history of atheism. (নাস্তিকতার মূল ইতিহাস।)– Written by Junayed Ashrafur Rahman

423) AGGRESSION ABOUT REFORMING. - Written by Junayed Ashrafur Rahman